৬৪তম আইএমও : বুধবার রাতে জাপান যাচ্ছে ছয় খুদে গণিতবিদ
এ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) জাপানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ শতাধিক দেশের পাঁচ শতাধিক প্রতিযোগী। আগামী ৭ জুলাই জাপানের চিবা শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়ে ১২ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৩। ৬৪তম এই আসরে অংশ নিতে বুধবার (৫ জুলাই) রাতে জাপানে যাচ্ছে বাংলাদেশের গণিত দল। এবার ১৯তম বারের মতো বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে।
এই সংবাদ জানাতেই মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ দলের সদস্যরা হলো—এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ছয় প্রতিযোগীর দলনেতা বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার নিয়ম অনুযায়ী গতকাল ৩ জুলাই জাপানে পৌঁছেছেন এবং উপদলনেতা বাংলাদেশ গণিত দলের সাবেক সদস্য রৌপ্য পদকজয়ী নূর মোহাম্মদ শফিউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে জাপান এসে ৬ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন এবং পর্যবেক্ষক গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া ছয় শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আগামীকাল (৫ জুলাই) মধ্যরাতে বাংলাদেশ থেকে রওনা দেবেন।
সংবাদ সম্মেল লিখিত বক্তব্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জপদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে। দেড় যুগেরও আগে শুরু হওয়া ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব আজ দেশের শিক্ষার্থীদের প্রাণের উত্সবে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের আইএমওর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবের জন্য অনলাইনে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ী ১ হাজার ২৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উৎসব এবং জাতীয় উৎসবের বিজয়ী হন ৮৫ জন।
পরবর্তী সময়ে জাতীয় উৎসবের বিজয়ীদের মধ্য থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। কোচের সুপারিশ অনুযায়ী ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
বাংলাদেশ গণিত দলের সদস্যদের পরিচয়
এস এম এ নাহিয়ান, ঢাকা কলেজ
- নাহিয়ান ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত জাতীয় গণিত অলিম্পিয়াডে সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয়েছে। আইএমওতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে এই শিক্ষার্থী। গত বছর প্রথমবার আইএমওতে অংশগ্রহণ করে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। বাবা মো. নুরুল আমিন চাকরিজীবী এবং মা শাহনাজ বেগম একজন শিক্ষক। তার ভালো লাগে বই পড়তে। দুই ভাই–বোনের মধ্যে সে ছোট। অবসর কাটে দাবা খেলে বা গান শুনে। বড় হয়ে কম্পিউটারবিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে চায়।
শাহরিয়ার হোসেন, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
- শাহরিয়ার ২০২০ সালে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়। আইএমওতে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে এই শিক্ষার্থী। বাবা মো. মোস্তাক হোসেন চাকরিজীবী এবং মা ফরিদা ইয়াসমিন একজন শিক্ষক। দুই ভাই–বোনের মধ্যে সে বড়। বড় হয়ে কম্পিউটারবিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে চায়। তার ভালো লাগে বই পড়তে। অবসরে ভালো লাগে ইতিহাস পড়তে।
নুজহাত আহমেদ দিশা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
- নুজহাত ২০২২ সালে অনুষ্ঠিত জাতীয় গণিত অলিম্পিয়াডে সেকেন্ডারি ক্যাটাগরিতে ২য় ও মেয়েদের মধ্যে ১ম হয়েছে এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়। গণিতের ওপর উচ্চশিক্ষা নিতে চায় নুজহাত। আইএমওতে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে এই শিক্ষার্থী। দুবার আইএমওতে অংশগ্রহণ করে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে সে। খেলাধুলা, বই পড়া ও ঘুরে বেড়ানো পছন্দ তার। বাবা ইসমাইল আহম্মেদ ভূঁইয়া একজন ব্যবসায়ী এবং মা মোসা. নাসিমা আক্তার একজন শিক্ষক। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। সে ২০২১ ও ২০২৩ সালে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (ইজিএমও) রৌপ্যপদক এবং ২০২২ সালে ব্রোঞ্জপদক পেয়েছে।
জিতেন্দ্র বড়ুয়া, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম
- জিতেন্দ্র ২০২০ ও ২০২১ সালে জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন, ২০২২ সালে সেকেন্ড রানারআপ হয়। এই শিক্ষার্থী আইএমওতে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। বাবা সমরেশ বড়ুয়া একজন চাকরিজীবী এবং মা টুম্পা বড়ুয়া একজন গৃহিণী। কম্পিউটারবিজ্ঞানে উচ্চিশক্ষা নিতে চায় জিতেন্দ্র। শখ প্রোগ্রামিং, বই পড়া ও গান শোনা। অবসরে নতুন কিছু জানা যায় কিংবা বুদ্ধিমত্তাকে বিকাশ করা যায়, এমন টপিক নিয়ে রিসার্চ করা এবং স্ট্র্যাটেজিক গেমস খেলা। দুই ভাই–বোনের মধ্যে সে বড়।
দেবপ্রিয় সাহা রায়, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
- দেবপ্রিয় ২০২২ সালে জাতীয় গণিত অলিম্পিয়াডে ১ম রানারআপ ও ২০২৩ সালে সেকেন্ডারি ক্যাটাগরিতে দ্বিতীয় হয়ে গৌরাঙ্গ দেব রায় স্মৃতি পুরস্কার পেয়েছে। এই শিক্ষার্থী আইএমওতে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। বাবা সুমন্ত কুমার সাহা রায় একজন শিক্ষক ও মা রুবী রানী রায় চৌধুরী একজন গৃহিণী। শখ গান গাওয়া ও ক্রিকেট খেলা। অবসরে বই পড়তে এবং গান শুনতে পছন্দ করে দেবপ্রিয়। সে দুই ভাই–বোনের মধ্যে ছোট। বড় হয়ে সে গণিত/কম্পিউটারবিজ্ঞান নিয়ে পড়তে চায়।
ইমাদ উদ্দীন আহমাদ হাসিন, কুষ্টিয়া সরকারি কলেজ
- ইমাদ ২০২২ সালে জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে ১ম রানারআপ হয়েছে। বাবা মঈন উদ্দীন আহমেদ একজন শিক্ষক এবং মা তনুজা আক্তার একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে সে ছোট। এই শিক্ষার্থী আইএমওতে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। তার শখ নতুন কোনো জায়গায় ঘোরাঘুরি করা ও বই পড়া। অবসরে দাবা খেলতে, রুবিকস কিউব মেলাতে, মুভি সিরিজ দেখতে ভালো লাগে তার। বড় হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় ইমাদ।







